মোল্লা জসিমউদ্দিন, বর্ধমানঃ বর্ধমান শহরে কর্জন গেটের সামনে সদর থানার সদা গ্রামের বাসিন্দা রামকৃঞ্চ হাজরা সুবিচার চাইতে গত সোমবার হইতে আমরণ অনশন শুরু করেছেন। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী, ২৫ বছর আগে সিপিআইএম -এর হাতে সর্বস্ব খুইয়ে আজ তিনি পথের ভিক্ষারী। প্রায় ২৫ বিঘে জমি সহ দালান বাড়ি ছিল তাঁর। লুটপাটের ঘটনায় অভিযুক্ত দের একাংশ তৃণমূলে যোগদান করায় সুবিচার মিলছে না বলে অভিযোগ। ২০১৩ সালে ১৩ মার্চ মুখ্যমন্ত্রীর কালীঘাট বাড়িতে তাঁর ব্যক্তিগত সচিব তৎকালীন বর্ধমান -এর জেলাশাসক এই ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেছিলেন। দীর্ঘ দুই বছর কেটে গেলেও লাল সুতোর ফাঁসে আটকে বৃদ্ধ দম্পতির সুবিচার। ( ছবিঃ কুণাল চট্টোপাধ্যায়।
আমরণ অনশন বর্ধমানে
বুধবার,০৪/১১/২০১৫
584