বালুরঘাট থানার পুলিশ ৫ বাংলাদেশীকে আটক করল


রবিবার,০১/১১/২০১৫
627

পরিতোষ বর্মণঃ    অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করার দায়ে ৫ বাংলাদেশী কিশোরকে উদ্ধার করল বালুরঘাট থানার পুলিশ। উদ্ধার হওয়া কিশোরদের আজ  স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া কিশোরদের মধ্যে চার জনের বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও একজনের বাড়ি বাংলাদেশ দিনাজপুরে। এদের সকলের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। ধৃত কিশরদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, শনিবার তারা দালালদের মাধ্যমে হিলির দক্ষিণপাড়া দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ওই কিশোরদের ভিন্ রাজ্যে কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। গতকাল বালুরঘাট থানার পুলিশ ল’কলেজ মোড় এলাকা থেকে তাদের আটক করে। এদের সঙ্গে আরও চারজন বাংলাদেশীকে আটক করা হয়েছে বলে জানা গেছে স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের কো অর্ডিনেটর সুরোজ দাস জানিয়েছেন, আগামীকাল তাদের চাইল্ড অয়েল ফেয়ার কমিটিতে পেশ করা হবে। তিনি আরও জানান আগামী দু-তিনদিনের মধ্যে তাদের বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করা হবে।     Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট