মন্ত্রী মদন মিত্রের জামিন হল


রবিবার,০১/১১/২০১৫
693

খবরইন্ডিয়াঅনলাইনঃ     সিবিআই হেফাজতে থাকা পশ্চিমবঙ্গের পরিবহণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মদন মিত্রের জামিনের আবেদন মঞ্জুর হল শনিবার। গত বছর ১২ ডিসেম্বর মদন মিত্রকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্হা সিবিআই । কয়েক হাজার কোটি টাকার সারদা আর্থিক কেলেঙ্কারী মামলায় জড়িত থাকার অভিযোগে সিবিআই গ্রেফতার করে মদন মিত্রকে।

শনিবার আলিপুর নগর ও দায়রা আদালতে এই মামলার শুনানী হয়। তবে তদন্তকারী অফিসার অন্য একটি মামলায় অন্য একটি রাজ্যে সাক্ষ্য দিতে যাওয়ায় এদিন আদালতে মদন মিত্র মামলার কেস ডায়েরি পেশ করতে পারেনি সিবিআই।  সিবিআই-এর আইনজীবীর ভূমিকায়  ক্ষোভ প্রকাশ করেন বিচারক। সিবিআই এই মামলার দিন পেছাবার দাবি করলে বিচারক তা খারিজ করে দেন।

এরপর ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মদন মিত্রের জামিন মঞ্জুর করেন বিচারক। এদিন সারদা মামলায় ধৃত আরো এক অভিযুক্ত সন্ধির আগরওয়ালেরও জামিন মঞ্জুর করা হয়। এদিকে সিবিআই-এর এদিনের ভূমিকায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট