তপন থানার পুলিশ নাবালিকার বিয়ে বন্ধ করল


শনিবার,৩১/১০/২০১৫
1449

পরিতোষ বর্মণঃ    এক নাবালিকার বিয়ে রুখলো পুলিশ প্রশাসন। গতকাল রাতে তপন থানার রামপুরের পোল্লাপাড়া এলাকার চম্পা মাহাত(১৭) নামে এক নাবালিকার বিয়ে রুখে দেয় রামপুর ফাঁড়ির পুলিশ। পরে ওই নাবালিকাকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে নাবালিকাটি চাইল্ড লাইনের হেফাজতে রয়েছে। আজ তাকে চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পেশ করা হবে।
জানা গেছে, চম্পা মাহাতর বিয়ের কথাবার্তা চলছিল গ্রামেরই এক যুবকের সঙ্গে। কিন্তু চম্পার গ্রামের চন্দন মাহাত নামে অন্য একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল। তাই গত মঙ্গলবার চম্পা চন্দনের বাড়ি চলে যায়। গতকাল রাতে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রামপুর ফাঁড়ির পুলিশ বিয়ে ভেঙে দেয়। সেখান থেকে চম্পাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। মেয়েটির মা সুশিলা মাহাতর কাছ থেকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না এই বলে মুচলেখা নেয় চাইল্ড লাইন কর্তৃপক্ষ।
স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর সুরোজ দাস জানান, আগামী এক বছর মেয়েটির উপর তারা নজরদারি চালাবেন। যাতে ১৮ বছরের আগে তার বিয়ে যেন না হয়ে যায়।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট