কুণাল চট্টোপাধ্যায়, বর্ধমানঃ বর্ধমান শহরে পুরানো তিনকনিয়া বাস ষ্ট্যান্ড চত্বর দিন কে দিন মক্ষীরাণীদের কাছে অবাধ মুক্তাঞ্চল হয়ে উঠছে। এলাকার বেশকিছু হোটেল / লজ দীর্ঘদিন ধরে মধুচক্র চলে আসছে বলে অভিযোগ। পুলিশ প্রশাসন সব কিছু জেনেও নীরব। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দেহ ব্যাবসা ঘিরে মান্থলি বড় অংশ পুলিশ প্রশাসন, শাসক দলের একাংশ নেতাদের কাছে মাসোহারা হিসেবে পৌঁছে যায় বলে স্থানীয় সূত্রে প্রকাশ।
মক্ষীরাণীদের দৌরাত্ম্য বর্ধমান শহরে
শুক্রবার,৩০/১০/২০১৫
555