খবরইন্ডিয়াঅনলাইনঃ বৃহস্পতিবার বন্দুক যুদ্ধে কাশ্মীরে শীর্ষ এক বিদ্রোহী নেতা নিহত হলে সেই অঞ্চলে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ডিজি কে রাজেন্দ্র কুমার জানিয়েছেন, নিহত আবু কাশিম পাকিস্তানের নাগরিক এবং জঙ্গীসংগঠন লষ্কর-ই-তৈয়বার অপারেশন প্রধান। সে ২০০৮ সালের মুম্বাই হামলা সহ দেশের ভিতরে আরো একাধিক জঙ্গী কাজের সাথে জড়িত ছিল।
কাশ্মীরে ভারতের শাসনের বিরুদ্ধে যুদ্ধরত জঙ্গী সংগঠনের পক্ষ থেকে আবু কাশিমের নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়নি। কিন্তু এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে কয়েকশ মানুষ ঘটনা স্থলের দিকে এগিয়ে যায় এবং সরকারি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করতে থাকে ও সড়ক অবরোধ করে রাখে।