পরিতোষ বর্মণঃ মুর্শিদাবাদে ডাকাতি করে বাংলাদেশে ফেরার পথে তিন জন ডাকাতকে গ্রেফতার করলো বালুরঘাট থানার পুলিশ। গতকাল রাতে বালুরঘাট থানার হুসেনপুরে একটি বে-সরকারি বাসে তল্লাশি চালাতে গিয়ে তাদের গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা, প্রায় পাঁচ ভরি সোনার গয়না সহ বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন বাংলাদেশির নাম মিজানুর রহমান, মুন্না শেখ ও মামিনুর ইসলাম। এদের সকলের বাড়ি বাংলাদেশের রাজশাহি এলাকায়। পুলিশি জেরায় তারা স্বীকার করেছে, মুর্শিদিবাদের জঙ্গিপুর এলাকার একটি বাড়িতে ডাকাতি করেছে। তারা হিলি দিয়ে বাংলাদেশে যাচ্ছিল। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতে।
ডাকাত ধরলো বালুরঘাট থানার পুলিশ
সোমবার,২৬/১০/২০১৫
553