বিকাশ সাহাঃ পূজোর ছুটিকে কাজে লাগিয়ে বেআইনি ভাবে নয়নজলি ভরাট করার অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জ পৌরসভার অন্তর্গত ১৭ ওয়ার্ডের মারোয়াড়ীপট্টি থেকে টায়ার কোম্পানীর দিকে যাওয়ার পথে বাঁ পাশে সুবিশাল নয়নজলি রয়েছে। চারিদিক থেকে বৃষ্টির জল এখানে এসে জমা হয়। সেই সঙ্গে এখানকার অতিরিক্ত জল বাইরে বেড়িয়ে যায়। কিন্তু হটাত করে কে বা কাহারা বালুরঘাট-রায়গঞ্জগামী ১০-এ রাজ্য সড়কের পাশের এই বিশাল নয়নজলি বেআইনি ভাবে ভরাট করতে শুরু করেছে। পুকুর বা নয়নজলি ভরাট করা বেআইনি হলেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি চলছে সুবিশাল নয়নজলি ভরাটের কাজ। এলাকাবাসীদের অভিযোগ, এই নয়নজলি ভরাট হলে বৃষ্টির জলে ডুবে যাবে ১৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা।
কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার বলেন, নয়নজলি ভরাট করার ব্যাপারে এলাকাবাসীদের কাছ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি। এখন সমস্ত অফিস বন্ধ। তাই পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, যাতে পুলিশ গিয়ে নয়নজলি ভরাট বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।
পূজোর ছুটিকে কাজে লাগিয়ে বেআইনি ভাবে নয়নজলি ভরাট চলছে কালিয়াগঞ্জে
সোমবার,২৬/১০/২০১৫
766