খবরইন্ডিয়াঅনলাইনঃ দুই অধিনায়কের মধ্যে লেগে যায় হাতাহাতি। উত্তপ্ত বাক্য বিনিময়তো আছেই। দুইজনে তো হাতাহাতি করেছেনই আবার ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারকেও ধাক্কা মারলেন জাতীয় দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।
এমন কাণ্ডজ্ঞানহীন কর্ম করেছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ওপেনার গৌতম গম্ভীরও মনোজ তেওয়ারি। রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়কত্ব করেন গৌতম গম্ভীর ও বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
সূত্রে জানা যায়, দিল্লি বনাম বাংলার রঞ্জি ম্যাচে প্রায় মারামারি বেধে যায় দুই অধিনায়ক গৌতম গম্ভীর এবং মনোজ তিওয়ারির মধ্যে। যার জেরে শাস্তির মুখে পড়তে পারেন দুই ক্রিকেটারই। তবে গম্ভীরের শাস্তি অনেক বেশি কঠোর হতে পারে কারণ তিনি আম্পায়ারকেও ধাক্কা মেরেছেন।
ঘটনার সূত্রপাত, শনিবার তৃতীয় দিনে বাংলার দ্বিতীয় ইনিংসে যখন ৭.১ ওভারে ব্যাট করতে নামেন মনোজ। প্রথমে তিনি টুপি পরে নেমেছিলেন। গার্ড নেওয়ার পর তিনি বোলারকে থামিয়ে ড্রেসিংরুমের দিকে ইশারা করেন হেলমেট আনতে। এতেই চটে যান দিল্লির ক্রিকেটাররা। তাঁদের ধারণা ছিল, মনোজ ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছেন। এই সময় বোলার মনন শর্মা কিছু একটা বলেন মনোজকে। মনোজও পাল্টা জবাব দেন। হঠাৎ প্রথম স্লিপে দাঁড়ানো গম্ভীর মনোজের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। মনোজও চুপ করে থাকেননি।
পত্রিকাটি আরো জানায়, এর পর নাকি গম্ভীরকে উত্তেজিতভাবে বলতে শোনা যায়, ‘‘সন্ধ্যায় আয়, তোকে মারব।’’ মনোজ নাকি জবাব দেন, ‘‘সন্ধ্যায় কেন? এখনই বাইরে চল না।’’
দু’জনের মধ্যে ঝামেলা থামাতে দৌড়ে আসেন আম্পায়ার কে শ্রীনাথ। গম্ভীর এর মধ্যে ঘুসি পাকিয়ে ছুটে যান মনোজের দিকে। বাংলা অধিনায়কও মারমুখী হয়ে ওঠেন। আম্পায়ার দু’জনকে থামাতে গেলে এর পর গম্ভীর তাঁকে ধাক্কা মেরে বসেন। মনোজকে এর পর গম্ভীরের উদ্দেশে বলতে শোনা যায়, ‘‘আমি তোকে কিছু বলেছি? তুই কেন মাঝখানে এলি?’’
দুই অভিযুক্ত ক্রিকেটারকেই ডেকে পাঠিয়েছেন ম্যাচ রেফারি।