বিকাশ সাহাঃ দুষ্কৃতীদের ক্ষুরের আঘাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নাজিমুদ্দিন সরকার(৩৭)। স্থানীয় বাসিন্দা সুত্রের খবর, রায়গঞ্জ থানার অন্তর্গত তাহেরপুর এলাকার বাসিন্দা নাজিমুদ্দিন ভিম রাজ্য প্লাউড ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রতি বছরের ন্যায় এবারও তিনি দূর্গা পূজার আগে ছুটি নিয়ে নিজ বাড়িতে এসেছিলেন। শুক্রবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। চা খেয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিরা তাঁর গলায় ক্ষুর দিয়ে আঘাত করে বলে অভিযোগ। নাজিমুদ্দিনের আর্তনাদ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজিমুদ্দিনকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। রায়গঞ্জ আইসি গৌতম চক্রবর্তী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
দুষ্কৃতীদের ক্ষুরের আঘাতে রায়গঞ্জে মৃত এক ব্যক্তি
শনিবার,২৪/১০/২০১৫
532