খবরইন্ডিয়াঅনলাইনঃ বিশৃঙ্খলার পর মণ্ডপের ভেতর প্রবেশ করে প্রতিমা দর্শন বন্ধ করা হয়, মুখ থেকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। দেশপ্রিয় পার্ক পুজো কমিটির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল পুলিশ। তবে ঘণ্টা কয়েকের মধ্যেই অবস্থান বদল । মুখ থেকে কাপড় সরানো হয় পাশাপাশি দেশপ্রিয় পার্কের বড় দুর্গাকে এখন গেটের বাইরে থেকে দেখার অনুমতি দেওয়া হয়। হাইকোর্টের গাইডলাইন মানা হয়নি। পুলিশের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে। মণ্ডপে নিয়ম মেনে ঢোকা-বেরনোর ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ পুলিশের। তাদের আরও অভিযোগ, ভিড় মোকাবিলা ও পুজোর ব্যবস্থাপনার গলদ ছিল উদ্যোক্তাদের, এই পুজো কমিটির উদ্যোক্তাদের বিরুদ্ধে লেক থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এফএম, টিভি সব জায়গাতে প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিস। খুলে ফেলা হচ্ছে এই পুজোর সমস্ত হোডিং। লালবাজার সূত্রের খবর, কার্যত পুরসভার মৌখিক অনুমতি নিয়ে, পুজোর সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুজো করা হয়েছিল দেশপ্রিয় পার্কে। তবে ঠিক কি কারনে দেওয়া হল পুজোর অনুমতি? তবে কি শাসকদলের পুজো বলেই কি ছাড় ছিল এই পুজোর? তাহলে কেন পুজোর অনুমতি দিল পুলিশ? দায় ঝারতেই কি মামলা পুলিশের।
বড় দুর্গা বন্ধ হয়ে রইল
মঙ্গলবার,২০/১০/২০১৫
585