শারদ সম্মান – ২০১৫


রবিবার,১৮/১০/২০১৫
544

নিজস্ব সংবাদদাতাঃ    কাটোয়া সাবডিভিশনাল প্রেস কর্নার এই প্রথম বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে শারদ সম্মান – ২০১৫ পুরস্কার দিলেন। পঞ্চমীর শুভ সন্ধ্যায় পুজো উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দিলেন। প্রথম – নতুনহাট ইচ্ছাময়ী। দ্বিতীয় – কাশেমনগর সার্বজনীন। তৃতীয় – নিগন ভ্রাতৃসংঘ। এই পুরস্কার পাওয়ার পর পুজো মণ্ডপে গুলিতে মানুষের ঢল নামে। প্রথম এই রকম অনুষ্ঠান হওয়াতে মানুষের  প্রশংসা পেয়েছে কাটোয়া সাবডিভিনাল প্রেস কর্নার।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট