মুক্ত সংগ্রহশালা উদ্বোধন


রবিবার,১৮/১০/২০১৫
616

পরিতোষ বর্মণঃ    পতিরামে মুক্ত সংগ্রহশালার প্রথম পর্যায়ে আনুষ্ঠানিক সূচনার পরে পঞ্চমীর দিন বালুরঘাট শিশু উদ্যানের সামেন সংগ্রহশালার দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন পূর্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। পতিরামের পর এবার বালুরঘাটে। পূর্ত দফতরের বিভিন্ন পুরোনো দিনের যন্ত্রাংশ প্রদর্শনীর জন্য মুক্ত সংগ্রহশালার মাধ্যমে তুলে ধরা হল। রবিবার ফিতে কেটে মুক্ত সংগ্রহশালার শুভ সূচনা করেন পূর্ত মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। মুক্ত সংগ্রহশালায় প্রদশিত হবে পাহাড়ের হাতি টানা শিকল থেকে পূর্ত বিভাগের নানা ধরনের যন্ত্রাংশ। এর পাশাপাশি আজ রাতে বালুরঘটের কয়েকটি গুরুতপূর্ণ মোড়ে বাতি স্তম্ভের উদ্ধোধন করবেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে পূর্ত মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন জেলা শাসক তাপস চৌধুরী, জেলা পুলিশ সুপার শিসরাম ঝাজারিয়া, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান চয়নিকা লাহা সহ অন্যান্য বিশিষ্ট জন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট