রায়গঞ্জে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে ২২ হাতের দুর্গা


বুধবার,১৪/১০/২০১৫
571

 বিকাশ সাহাঃ   থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে রায়গঞ্জের সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্যান্ডেল। ৬৬ বছরে পা দেওয়া পূজা কমিটির বক্তব্য অনুযায়ী এবারের পূজোতে খরচের পরিমাণ আনুমানিক ১২ লক্ষ টাকা। রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পূজো গুলোর মধ্যে অন্যতম সুদর্শনপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির প্যান্ডেল তৈরি করছেন স্থানীয় অমিত পাল। পূজো প্যান্ডেলের শোভাবর্ধন করবে হাতে অস্ত্র ছাড়া ২২টি হাত বিশিষ্ট অভয় দানের দুর্গা প্রতিমা। পূজো কমিটির সম্পাদক তপাই লাহা জানান, বর্তমানে অশান্তির পরিস্থিতিতে শান্তির বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই আমরা এমন প্রতিমা তৈরি করছি। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট