পরিতোষ বর্মণঃ বিজেপির রাজ্য সম্পাদিকা দেবশ্রী চৌধুরীর বালুরঘাট খাদিমপুরের বাড়িতে চুরি। চুরি সোনার গয়না থেকে সর্বস্ব চুরি গেছে বলে জানা গেছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিস চুরি গেছে। চুরির বিষয়টি বালুরঘাট থানায় জানালে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, বিজেপির রাজ্য সম্পাদিকা দেবশ্রী চৌধুরীর বালুরঘাট খাদিমপুরের বাড়িতে কেউ থাকে না। পুজোর জন্য দেবশ্রীদেবীর মা ও ভাই এসেছেন আজ। ঘরে ঢুকতেই চুরির বিষয়টি নজরে আসে তাদের। ঘরে খাট, বাসনপত্র, থেকে সোনার গয়না চুরি গেছে বলে জানিয়েছেন দেবশ্রী চৌধুরীর ভাই দেবজ্যোতি চৌধুরী। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
বিজেপি’র রাজ্য সম্পাদিকার বাড়িতে চুরি
বুধবার,১৪/১০/২০১৫
639