বিকাশ সাহাঃ পূজোর আগে ৪০০ জন দুঃস্থ পুরুষ ও মহিলার হাতে বস্ত্র তুলে দিল বৃহন্নলারা। এদিন মহালয়ার শুভ দিনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত বৃহন্নলাদের নিজ বাস ভবন থেকে বস্ত্র বিতরণ করা হয়। দুঃস্থ গরীব মানুষের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে তাঁদের হাতে শাড়ি ও ধুতি তুলে দেন বৃহন্নলারা। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলার আদেশ মাহাতো, বৃহন্নলা উন্নয়ন সমিতির সদস্য সোনাদেবী সহ প্রমুখ। পূজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি দুঃস্থ মানুষজন।
বৃহন্নলা উন্নয়ন সমিতির সদস্য সোনাদেবী বলেন, গত বছর থেকে আমরা পূজোর আগে গরীব মানুষের মধ্যে বস্ত্র দান করছি। আমরা তো সারা বছর মানুষের সাহায্য ও অনুদান নিয়ে বেঁচে থাকি। আমাদের সবার থেকে গোটা বছর ধরে অর্থ জমা রেখে এই বস্ত্রদানের আয়োজন করা হয়। বছরে অন্তত একটা দিন গরীব মানুষকে খুশি দেখার জন্য তাঁদের সাহায্য করতে সকল মানুষকেই এগিয়ে আসা দরকার।
রায়গঞ্জে দুঃস্থ গরীব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল বৃহন্নলারা
সোমবার,১২/১০/২০১৫
675