পরিতোষ বর্মণঃ পড়াশুনায় ঢিলেমি, মায়ের কাছে গালমন্দ শুনে অভিমানে কীটনাশক খেয়ে দুই বোনের আত্মহত্যার চেষ্টায় মৃত্যু হল এক বোনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বড় বোন। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার জয়পুর এলাকায়। মৃত কিশোরী দুলালী সিং(১০)পঞ্চম শ্রেনির এক ছাত্রী। বড় বোন মুক্তি সিং(১৩) আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার আগে পড়াশুনায় মেয়েদের ঢিলেমি দেখে সামান্য গালমন্দ করেছিলেন মা। এর জেরেই অভিমানী দুই বোন কীটনাশক খেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পুলিশ মৃত দুলালী সিংয়ের দেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে।
গঙ্গারামপুরে ছাত্রী আত্নঘাতী
রবিবার,১১/১০/২০১৫
662