বিকাশ সাহাঃ রায়গঞ্জ সংশোধনাগারে আত্মাঘাতি বিচারাধীন বন্দি। রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েত এলাকার মহম্মদ মহসিন(২১) বধু নির্যাতন ও খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে ৫ মাস বিচারাধীন ছিলেন। এদিন শনিবার বিকেলে রায়গঞ্জ সংশোধনাগারের সিঁড়ির ওপর হুকের সঙ্গে গামছা লাগায়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে।
রায়গঞ্জ সংশোধনাগারে আত্মাঘাতি বিচারাধীন বন্দি
শনিবার,০৩/১০/২০১৫
608