ব্যালন ডি’অরের তালিকা প্রকাশিত


শনিবার,০৩/১০/২০১৫
624

খবরইন্ডিয়াঅনলাইনঃ     ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৫ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। আর প্রাথমিক এই তালিকায় স্থান পেয়েছেন বিশ্ব ফুটবলের ৫৯ তারকা। তালিকায় বরাবরের মত স্থান পেয়েছেন সর্বশেষ সাতটি ব্যালন ডি’অর ভাগ করে নেয়া ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

ব্যালন ডি`অরের প্রাথমিক তালিকায় লা লিগার শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সর্বোচ্চ সাতজন করে তারকা এই তালিকায় স্থান পেয়েছেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটির ৫ জন ও বর্তমান লিগ চ্যাম্পিয়ন চেলসির রয়েছে ৪ জন তারকা খেলোয়াড়ের নাম রয়েছে।

ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন শিবিরের ছয়জন তারকার নাম রয়েছে ফিফার ঘোষিত প্রাথমিক ব্যালন ডি’অর তালিকায়। তবে বিস্ময়জাগানীয় হচ্ছে দলটির সবচেয়ে অভিজ্ঞ এবং বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের নাম ৫৯ সদস্যের তালিকায় নেই। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫ জন খেলোয়াড় এই তালিকায় ঠাই পেয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন দলের কোচ ও অধিনায়কদের দ্বারা নির্বাচিত ৫৯ সদস্যের প্রাথমিক তালিকা ফিফার কাছে পাঠানো হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট