বিকাশ সাহাঃ লালবাজার অভিযানে বাম নেতা-কর্মীদের উপর তৃনমূলী গুন্ডা ও পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ধিক্কার মিছিলে সামিল হলেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা। এদিন শুক্রবার জেলার ৯ টি ব্লকেই ধিক্কার মিছিলে সামিল হন বহু মানুষ। রায়গঞ্জের সুপার মার্কেট থেকে ধিক্কার মিছিল গোটা শহর পরিক্রমা করে পূর্ত দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিলে পা মেলান সি পি আই এমের জেলা সম্পাদক অপূর্ব পাল, সি পি আই জেলা সম্পাদক সমর ভৌমিক, ফরওয়ার্ড ব্লক নেতা গৌর ঘোষ সহ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন ব্লকে ধিক্কার মিছিলের পাশাপাশি ধিক্কার সভার আয়োজন করা হয়।
উত্তর দিনাজপুর জেলায় বামফ্রন্টের ধিক্কার মিছিল
শুক্রবার,০২/১০/২০১৫
590