অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে চার বাংলাদেশী যুবক গ্রেপ্তার কালিয়াগঞ্জে


বুধবার,৩০/০৯/২০১৫
558

বিকাশ সাহাঃ    অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে চার বাংলাদেশী যুবককে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাত ১টা নাগাত কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত কুনোরের ভাঙ্গাপুল এলাকায় উদ্দেশ্যহীন ভাবে চার যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। কালিয়াগঞ্জ থানায় খবর দিলে থানা থেকে পুলিশ গিয়ে আটক ঐ চার যুবকেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, কাজের সন্ধানে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা। এরপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত আজারুল ইসলাম(২৬), সাজু ইসলাম(২৪), জিয়াউল হক(২৭) ও জাকিরুল ইসলাম(২৬) এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া এলাকায়। মাস ছয়েক আগে কালিয়াগঞ্জের পশ্চিম মালগাঁ এলাকায় আজারুল বিয়ে করেছে বলে পুলিশকে জানিয়েছে সে। গতকাল মঙ্গলবার হিলি সীমান্ত দিয়ে সাজু, জিয়াউল ও জাকিরুল অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আজারুল তার শ্বশুরবাড়িতেই ঐ তিন জনের থাকার বন্দোবস্ত করেছিল। সেখান থেকেই কাজের সন্ধানে ভিনরাজ্যে পাড়ি দেওয়ার আগেই তারা পুলিশের জালে ধরা পরে যায়। ধৃতদের এদিন বুধবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট