বালুরঘাট ‘ ল ‘ কলেজ ভাঙচুড় !


বুধবার,৩০/০৯/২০১৫
742

পরিতোষ বর্মণঃ    ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উতপ্ত বালুরঘাট “ল” কলেজ। অভিযোগ, মঙ্গলবার কলেজের পঠন পাঠন বন্ধ থাকার সুযোগে একদল দুষ্কৃতি কলেজের ইউনিয়ন ঘরে ঢুকে অবাধে ভাঙচুর চালায়। ঘরের ভেতরে থাকা চেয়ার টেবিল সহ কম্পিউটার ভাংচুর করে। দুষ্কৃতি তান্ডবে রেহায় পায় নি মাননীয়া মুখ্যমন্ত্রী ও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্রের ছবি। বুধবার কলেজ খোলার পর বিষয়টি নজরে আসে। এই পরিস্থিতি দেখে হতচকিত হয়ে যায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যাপক সহ ছাত্র ছাত্রী সকলেই। পরিস্থিতি দেখে বালুরঘাট থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।
কলেজ অধ্যক্ষ দুর্জয় কুমার দেব জানান, কলেজের এই ঘটনা নিন্দনীয়। বিষয়টি নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য বেশকয়েকমাস ধরে বালুরঘাট ল-কলেজে তৃণমূলের দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষ লেগেই রয়েছে। এর জেরেই এদিনের এই ভাঙচুর কিনা খতিয়ে দেখছে পুলিশ।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট