ঘোষ বাড়ির পুজো ২০০ বছরের

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   মালদার ঘোষ পরিবারের পুজো  পৌনে ২০০ বছরের । আকাশে বাতাসে এখন শারদিয়া উৎসবের আনন্দ উদ্ভাসিত। শিউলি ফুলের মৃদু গন্ধ মা উমার কথায় মনে করিয়ে দেয়।   আজ জানাবো মালদা জেলার ঘোষ বাড়ির পুজো  নিয়ে। মালদা জেলার প্রাচীন পুজো গুলির মধ্যে ঘোষবাড়ির পুজো রয়েছে সেই প্রাচীনত্বের ছোঁয়া। বাংলাদেশে রাজশাহী জেলার আত্রেয়ী গ্রামে থাক কালীন স্বপ্নাদেশ পেয়ে ১৮৩০ সালে এই পুজো করতে শুরু করেন মহেন্দ্রনাথ ঘোষ। এর পর মহেন্দ্র বাবুর ছেলে সুমন ঘোষ ৭১ সালের যুদ্ধের সময় ভারতবর্ষ অর্থাৎ মালদা জেলাতে এসে বসবাস শুরু করেন। এরপর পুজোর সময় বাংলাদেশে যেতেন স্বপরিবারে মিলে।পরিবারের সকলের সাথে মিলিত হওয়ার আনন্দই আলাদা। কিন্তু পুজোর পরম্পরা ধরে রাখতে ১৯৮০ সাল থেকে তিনি মালদা জেলার বিবেকানন্দ পল্লীতে বাড়িতেই একটি মন্দির তৈরি করে পুজো করতে শুরু করেন সুমন বাবু।এখনও নিয়ম মেনে মালদা ও রাজশাহী দুই জায়গাতেই এই পুজো হয়ে থাকে। ১৯৯৯ সালে সুমন বাবুর মৃত্যুর পর এই পুজোর হাল ধরেন সুমন ঘোষের ছেলে পার্থ ঘোষ। বর্তমানে তিনিই পুজো করে আসছেন। এই পরিবারের বর্তমান কর্ত্রী ফুলকুমারী ঘোষ বয়সের ভারে ভারাক্রান্ত।তিনি বলেন,  এই পুজো প্রায় পৌনে ২০০ বছর ধরে চলে আসছে, বৈশাখ মাসে অক্ষয়তৃতীয়ার দিনে পাট পুজো করা হয়। এরপর সোজা রথে বোনা বাঁধা হয় ও উল্টো রথে মায়ের গায়ে মাটি দেওয়া হয়। মহালয়ার দিন মায়ের চক্ষু দান করা হয় পাশাপাশি মৃন্ময়ী মা উমাকে সাজানো হয়। ষষ্ঠীর দিনে আসনে তোলা হয় মাকে। ১৯৮২ সাল থেকে তুলশি পাল এই পুজোর প্রতিমা তৈরি করেন, বর্তমানে পুজোটি বড় আকার ধারন করেছে। মন্দিরের পরিসরও বৃদ্ধি পেয়েছে, পুজোকে কেন্দ্র করে দেশ বিদেশে থাকা আত্মীয়রাও চারদিনের জন্য বাড়িতে আসে। মায়ের ভোগের সমস্ত রান্না বাড়িতে ব্রাহ্মণ দিয়ে তৈরি করা হয়। ভোগের মিস্টিও তৈরি হয় বাড়িতে। এই বাড়ির পুজোতে ভোগের বিশেষত্ব হল যে এখানে সপ্তমীতে মাকে ভোগ দেওয়া হয় বিভিন্ন রকমের ফল বাতাসা ও কাঁচা সন্দেশ, অষ্টমীতে দেওয়া হয় গাওয়া ঘিয়ে ভাজা লুচি ও পাঁচ রকমের ভাজা। নবমীর দিনেও একই ভোগ দেওয়া হয় কিন্তু দশমীর দিনে মাকে বিদায় জানানো হয় পান্তা ভাত,নাল শাক ও জোরা রুই মাছ দিয়ে। এই বাড়ির দুর্গা প্রতিমায় কোন মহিষের মূর্তি থাকে না। এই পুজতে কেবল ঘোষ পরিবার নয় মালদা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ আসেন অংশ গ্রহণ করতে। পুরানো নিয়মাবলি রীতিনীতি মেনে মায়ের আরাধনা করা হয়ে থাকে। ( ছবিঃ প্রতীকী )।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

4 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

4 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

4 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

4 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

4 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

4 hours ago