খবরইন্ডিয়াঅনলাইনঃ সীমান্তে কর্তব্যরত অবস্থায় নিহত আইটিবিপি কনষ্টেবল কর্মী দেবদাস পণ্ডিতের(২৪)নিথরদেহ কফিন বন্দী হয়ে গ্রামে পৌঁছায়। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় শহীদ কনষ্টেবলকে শেষ বিদায় জানানো হয়। ছোট্ট এক চিলতে বাড়ি,বাবা পেশায় ভাগ চাষি।দুই ভাই আর এক বোনের সংসারে পরিবারের দুঃখ ঘোঁচাতে ২০১১ সালে ইন্দো তিব্বতীয় বর্ডার পুলিশের কনষ্টেবল পদে যোগ দিয়েছিলন দেবদাস পণ্ডিত।কিন্তু জীবনের সেই যাত্রা পথ থমকে গেল গত ২২ই সেপ্টেম্বর।পরিবার সূত্রে জানা গেছে অরুণাচলপ্রদেশ সীমান্তে লংরুট পেট্রোলিং চলার সময় শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।অবশেষে গত ২২ তারিখ প্রয়াত হন শহীদ দেবদাস পণ্ডিত। এলাকায় এই খবর পৌঁছাতেই শোকের আবহ তৈরী হয়।গতকাল গভীর রাতে কফিন বন্দী নিথরদেহ গ্রামে পৌঁছায়।নিহত ঐ কনষ্টেবলকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে গোটা গ্রাম।আসেন স্থানীয় বিধায়ক দিপালী সাহা।অবশেষে আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আইটিবিপি’র কনস্টেবল শহীদ হলেন
মঙ্গলবার,২৯/০৯/২০১৫
574