মক্কায় পদপৃষ্ট হয়ে মৃত হজযাত্রীর হেমতাবাদের বাড়িতে গেলেন তৃনমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল


সোমবার,২৮/০৯/২০১৫
612

বিকাশ সাহাঃ    মক্কায় পদপৃষ্ট হয়ে মৃত হজযাত্রীর পড়িবারকে সমবেদনা জানাতে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাড়িতে গেলেন তৃনমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে, তৃনমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, হেমতাবাদ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত সহ প্রমুখ।
উল্লেখ্য মক্কায় হজ করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় মুন্সী আব্দুল আজিজ(৬১) নামে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের আগাপুর গ্রামের বাসিন্দার। গ্রামে উর্দু বিষয়ের চর্চা করার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন মুন্সী আব্দুল আজিজ। নিজ গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে আব্দুল রহিম, আব্দুল মাজিদ, নুরজাহান খাতুন ও মুন্সী আব্দুল আজিজ গত ২৫শে আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে কোলকাতায় যান। সেখান থেকে বিমানে চেপে তাঁরা গত ২৮শে আগস্ট সৌদিআরবের মক্কার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় পদপৃষ্ট হয়ে ৭১৭ জন হজ যাত্রীর মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলেন হজ যাত্রীর পড়িবারের লোকেরা। মৃত আজিজ সাহেবের ছেলে জানিয়েছিলেন, বৃহস্পতিবার তাঁর বাবা ও বাকি সহযাত্রীরা মক্কার সাঁওতালতোলা এলাকায় গিয়েছিলেন। সেখানে প্রচণ্ড হুড়াহুড়ির মধ্যে পরে মৃত্যু হয় আজিজ সাহেবের। মক্কা থেকে মৃত আজিজ সাহেবের সহযাত্রী আব্দুল মাজিদের ফোন মারফৎ এই খবর পাওয়া মাত্র আগাপুর ও পার্শ্ববর্তী গ্রামে শোকের ছায়া নেমে আসে। DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট