এসএফআই উত্তর দিনাজপুর জেলার ১৬ তম জেলা সম্মেলনে বক্তব্য রাখলেন ঋতব্রত বন্ধোপাধ্যায়


রবিবার,২৭/০৯/২০১৫
593

 বিকাশ সাহাঃ   এস এফ আই উত্তর দিনাজপুর জেলার ১৬ তম জেলা সম্মেলন এদিন শনিবার অনুষ্ঠিত হেমতাবাদ ব্লকের শাল বাগান মাঠে। এস এফ আই এর প্রকাশ্য সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এস এফ আই এর সর্ব ভারতীয় সম্পাদক ঋতব্রত বন্ধোপাধ্যায়। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অয়ন বসু, জেলা সম্পাদক প্রানেশ সরকার সহ সংগঠনের সদস্যরা।
এস এফ আই এর সর্ব ভারতীয় সম্পাদক ঋতব্রত বন্ধোপাধ্যায় বলেন, লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি বিধান চন্দ্র থেকে সিদ্ধার্থ শঙ্কর। সাম্রাজ্যবাদী শক্তির সাহায্য নিয়ে পুলিশ ও ঠেঙ্গারে বাহিনীকে দিয়ে মমতা ব্যানর্জী কোটি চেষ্টা করলেও লাল ঝান্ডাকে অপমান করতে পারবেনা।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট