Categories: রাজ্য

সকাল ১০টাতেও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বহিঃ বিভাগে ডাক্তারের দেখা নেই !

বিকাশ সাহাঃ    সকাল ১০ টা পার হতে চললেও এদিন শনিবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের বহিঃ বিভাগে একজন ডাক্তারেরও দেখা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় সহ কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সদস্যরা। হাসপাতালের পরিষেবা উন্নয়নের দাবীতে গত ২২শে আগস্ট কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটেশন দিয়েছিলেন সমিতির সদস্যরা। ডেপুটেশনের পর হাসপাতালের উন্নয়নের হালহাকিকত দেখতে এদিন সকাল ৯টা ৩০ মিনিটে সমিতির সদস্যরা হাসপাতালে আসেন। হাসপাতালের বহিঃ বিভাগে ১০টা বেজে গেলেও একজন ডাক্তার এসে বসেন নি। দূরদূরান্ত থেকে আসা প্রায় শতাধিক রোগী সেই সময় ডাক্তার বাবুর অপেক্ষায় টেবিলের সামনে লাইন দিয়ে দ্বারীয়ে আছে। সাংবাদিকদের দেখামাত্র রোগীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যায়। বহিঃ বিভাগে চিকিৎসা করাতে দূরদূরান্ত থেকে আসা সুজিত রায়, মদন দেবশর্মা, যোগেন দেবশর্মা ও জনতা বর্মণের অভিযোগ, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডাক্তার বাবুরা কোনও দিনও সময় মত বহিঃ বিভাগে রোগী দেখেন না। প্রাইভেট প্র্যাকটিসের উপরই ডাক্তার বাবুরা বেশি আগ্রহ দেখান। যার জেরে হাসপাতালের পরিষেবা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির সদস্যরা এরপর হাসপাতাল চত্তর ও হাসপাতালে রোগীদের জন্য খাবার তৈরির রান্না ঘর পরিদর্শন করেন। এদিনের হাসপাতাল পরিদর্শনে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি কানাই শেঠ, সহকারী সম্পাদক চিন্ময় দেবগুপ্ত, রমেন দাস, উৎপল সেন সহ প্রমুখ।
সমিতির সহকারী সম্পাদক চিন্ময় দেবগুপ্ত বলেন, হাসপাতালের সুপারকে ডেপুটেশন দেওয়ার পরেও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কোনও উন্নয়ন ঘটেনি। হাসপাতালের সুপার ছুটিতে আছেন, কিন্তু সুপার ছুটিতে যাওয়ার আগে কোন ডাক্তার বাবু তার দায়িত্বে আছেন সেব্যাপারে হাসপাতালের কেউ কিছু বলতে পারলনা। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেব।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন মজুমদার জানান, হাসপাতালের বহিঃ বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত রোগী দেখতে হবে। ১টা ৩০ মিনিটের পরেও লাইনে দ্বারীয়ে থাকা রোগীকে দেখার নিয়ম রয়েছে। ১০ তেও ডাক্তার বাবুরা বহিঃ বিভাগে রোগী দেখতে আসবেন না এটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

admin

Share
Published by
admin

Recent Posts

শহরের নাগরিকদের ভিসা দেওয়ার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা

সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের অন্তত ৩০টি ভিন্ন ভিন্ন…

13 hours ago

৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ প

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭১ হাজারেরও বেশি প্রাপকের হাতে চাকরীর নিয়োগ পত্র…

13 hours ago

ডিসেম্বরে ভারতীয় পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের ২৬ হাজার কোটি টাকার লগ্নি

ডিসেম্বর মাসে ভারতীয় পুঁজিবাজার বিদেশী বিনিয়োগকারীদের (এফপিআই) কাছ থেকে ব্যাপক লগ্নি লাভ করেছে। পুঁজিবাজারে জমা…

13 hours ago

আইএসএল: কেরালা ব্লাস্টার্সের দাপুটে জয়, মহামেডান স্পোর্টিং বিপাকে

কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল আইএসএল ফুটবলে কেরালা ব্লাস্টার্স এক দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে মহামেডান…

13 hours ago

৩৭তম বিষ্ণুপুর মেলা: মল্লভূমের ঐতিহ্যের উন্মোচন

বাঁকুড়ার বিষ্ণুপুর আজ থেকে হয়ে উঠেছে ঐতিহ্যের এক নতুন উজ্জ্বল মঞ্চ। সূচনা হয়েছে ৩৭তম বিষ্ণুপুর…

13 hours ago

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত

প্রথিতযশা নৃত্যশিল্পী ও গুরু পৌষালী মুখোপাধ্যায় প্রয়াত। শনিবার কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস…

13 hours ago