পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে অনুরোধ করবে না


শুক্রবার,২৫/০৯/২০১৫
668

খবরইন্ডিয়াঅনলাইনঃ    পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান জানালেন ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারতকে আর কোনো প্রকার অনুরোধ করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বহুল আলোচিত এই সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভারতকে অনুরোধ করে আসছিল পাকিস্তান। তারা সংযুক্ত আরব আমিরাতে সিরিজটির জন্য ভেন্যুও ঠিক করে ফেলেছিল। কিন্তু ভারত এই ব্যাপারে কোনো রকম সাড়াই দেয়নি। তাই পিসিবির চেয়ারম্যান আর আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শাহরিয়ার খান এই প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি আমরা এই সিরিজের ব্যাপারে যথেষ্টই অনুরোধ করেছি, কিন্তু এখন আমরা তাদের সাথে আর আলোচনায় যাব না। বল এখন তাদের কোর্টে। সিদ্ধান্তও তাদের হাতে। তারাই এই সিরিজের ভবিষ্যত নির্ধারণ করবে।’

তিনি আরও বলেছেন, ‘পিসিবি ভারত সরকারকে যে চিঠিটি দিয়েছে হয়তো সেটি তাদের কাছ এখনো পৌঁছায়নি। দুই বোর্ডের মধ্যে সম্মিলিত ভাবেই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমেই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে ক্রিকেট এবং রাজনীতিকে এক করে ফেলা ভুল হবে।’

এতদিন আশাবাদী থাকলেও শাহরিয়ার খানের এই বক্তব্যে স্পষ্টতই বোঝা যাচ্ছে পাক-ভারত সিরিজটি এখন অনিশ্চিত। এই নিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যেও টানাপোড়েন দেখা দিতে পারে। তার আরও অভিযোগ, ২০০৭ সালের পর ভারত একটি টেস্ট ম্যাচও খেলেনি পাকিস্তানের সাথে। তাই এভাবে আর তারা ভারতের পিছনে ঘুরবে না। এবার ভারতকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।শাহরিয়ার খান ইঙ্গিত দিয়েছেন তারা এরই মধ্যে তাদের দ্বিতীয় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট