রাজনাথ সিং জানালেন, পাশের দেশের সাথে ভালো সম্পর্ক চায় ভারত


মঙ্গলবার,২২/০৯/২০১৫
312

খবরইন্ডিয়াঅনলাইনঃ     স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে বলেছেন, পাকিস্তান ও চীনসহ প্রতিবেশী সকল দেশের সঙ্গে ভারত আরো ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।

জম্মু ও কাশ্মীরের সাম্বায় সোমবার ইন্দো টিবেতান বর্ডার পুলিশের  জওয়ানদের উদ্দেশে দেয়া ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, শান্তিপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবসময়ই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

তিনি বলেন, ভারত সবসময়ই বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে এবং পাকিস্তানের উচিত আশানুরূপ আচরণ করা এবং সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেয়া।

হিমালয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগকালে আইটিবিপি জওয়ানদের উদ্ধার তৎপরতার প্রশংসা করে সিং বলেন, জওয়ানরা কেবল হিম বীরই (বরফের যোদ্ধা) নয় তারা হিমালয় পুত্র। তিনি গত বছর আফগানিস্তানের হেরাতে ভারতীয় কনস্যুলেটে সন্ত্রাসী হামলাকালে আইটিবিপি জওয়ানদের প্রতিরোধী ভূমিকারও প্রশংসা করেন। নতুন ক্যাম্পের উদ্বোধন করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট