কংগ্রেস গোটা দলটা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে , রায়গঞ্জে এসে একথা বললেন রীতেশ তেওয়ারী


রবিবার,২০/০৯/২০১৫
633

বিকাশ সাহাঃ    কংগ্রেস গোটা দলটা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে একথা বলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা রাজ্য মুখপাত্র রীতেশ তেওয়ারী। এদিন রবিবার বেলা ১২ টা নাগাত রায়গঞ্জে বিজেপির জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠকে রীতেশ তেওয়ারী ছাড়াও উপস্থিত ছিলেন, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি শুভ্র রায়চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, নিমাই কবিরাজ সহ প্রমুখ।
বিজেপির রাজ্য সম্পাদক তথা রাজ্য মুখপাত্র রীতেশ তেওয়ারী বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমান সময়ে কংগ্রেস দুটি জেলার পার্টি হিসেবে পরিণত হয়েছে। মালদা ও মুর্শিদাবাদকে বাদ দিলে কংগ্রেসের আর কোনও জেলায় সাংগঠনিক ক্ষমতা এবং কোনও অবস্থা নেই। এই অবস্থায় কংগ্রেস পার্টিকে ভোট দেওয়া মানে তৃনমূল কংগ্রেসকে ভোট দেওয়া, এবার্তা রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে যে নিচু তলার কংগ্রেস কর্মীরা দায়িত্ব নিয়ে তাঁরা লাগাতার লড়াই করছেন, সেই উপর তোলার কংগ্রেস নেতারা সব তলায় তলায় তৃনমূল কংগ্রেসের দালালি করছেন ও তাবেদারি করছেন। সেই সকল কংগ্রেস কর্মীদের আমরা আহব্বান জানাই, প্রকৃত লড়াই যদি লড়তে চান তাহলে আসুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করুন। আপনাদের লড়াই আমরা আগামী দিনে লড়বো। কারণ এই কংগ্রেস নেতৃত্ব যে অধীর চৌধুরী এতো বড়বড় কথা বলতেন মমতা ব্যানার্জীর বিরুদ্ধে, শেষ দের বছরে একটা আন্দোলনের কথা বলুন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছেন? একটা কোনও বক্তব্য বলুন যেখানে তিনি তৃনমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধে বলেছেন? তাঁর কারণ তিনি এতিমধ্যে মমতা ব্যানার্জীর সঙ্গে আপোষ করে ফেলেছেন। অধীর বাবু বুঝতে পেরেছেন, নিচু তলায় দলের ভাঙ্গন যেভাবে শুরু হয়েছে তাতে তিনি তাঁর সাম্রাজ্য ধরে রাখতে পারবেন না। কখনও হুমায়ুন কবির, মান্নান হোসেন যেভাবে কংগ্রেস নেতারা চলে আসছেন, তাই তিনি সরাসরি যেভাবে কেন্দ্রের কংগ্রেস নেতারা সিপিএমের সঙ্গে তলায় তলায় যোগ দিয়ে পার্টি চালাতেন, ঠিক সেই ভাবে কংগ্রেস গোটা দলটা তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট