বিকাশ সাহাঃ পণের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর বাড়ির তিন সদস্যকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। পুলিশ সুত্রের খবর, ইটাহার থানার অন্তর্গত বাড়িওয়াল গ্রামের বাসিন্দা মহম্মদ সালাউদ্দিনের সঙ্গে একই গ্রামের বাসিন্দা সুমা খাতুনের(১৮) বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে। বিয়ের পর থেকে পণের দাবীতে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা সুমা খাতুনের উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত বলে অভিযোগ। শুক্রবার রাতে সুমার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করে সুমার পড়িবার। বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা সুমার শ্বশুর বাড়ির তিন সদস্যকে আটকে রেখে ইটাহার থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। এদিকে অগ্নিদগ্ধ অবস্থায় শুক্রবার রাতেই সুমাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলেও এদিন শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।
পণের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে ইটাহারে গ্রেপ্তার তিন
শনিবার,১৯/০৯/২০১৫
596