খবরইন্ডিয়াঅনলাইনঃ একরাশ ক্ষোভ উগরে দিয়ে মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী স্পষ্ট জানালেন, তিনি দল ছাড়ছেন। এই নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে বিধায়ক পদে ইস্তফা নয়, এও স্পষ্ট করে জানান হরকা বাহাদুর। তবে তৃণমূলে যাওয়ার সম্ভবনা উড়িয়ে দেননি তিনি। নির্দল বিধায়ক হয়ে কাজ করবেন, জানান হরকা বাহাদুর। গত কয়েক দিনের জল্পনাকে সত্যি প্রমাণ করেই শুক্রবার গোর্খা জনমুক্তি মোর্তা ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন হরকা। জানিয়েছেন, মোর্চায় সম্মান পাচ্ছিলেন না। আপাতত তিনি কালিম্পঙের নির্দল বিধায়ক হিসাবেই কাজ চালিয়ে যেতে চান। কলকাতা থেকে কয়েক দিন পরে পাহাড়ে ফিরে বুঝে নিতে চান, তাঁর এই সিদ্ধান্তে কালিম্পঙের মানুষের কী প্রতিক্রিয়া। তার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। অদূর ভবিষ্যতে তৃণমূলে যোগ দেবেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর অবশ্য দেননি হরকা। বরং রহস্য বজায় রেখে মন্তব্য করেছেন, ‘‘যত দিন না আমি অন্য কোনও দলে যোগ দিচ্ছি, তত দিন নানা জল্পনা চলবেই। জল্পনা চলুক! পরে দেখা যাবে!’’ তবে দল তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এ নিয়ে তাঁর সাফ উত্তর, “কী আর করবে। আমাকে তো আর জেলে পাঠাবে না। আমাকে পার্টির পদ থেকে সরিয়ে দিতে পারে।” তাঁর বক্তব্য,”আমি এতদিনেও বুঝতে পারেনি, কখন সরকারে পক্ষে কখন সরকারে বিরুদ্ধে আমাদের পার্টি। ‘‘মোর্চায় ঠিকমতো আলোচনা করে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল না। কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছিল। এ বার তো সেটা তুঙ্গে পৌঁছল, যখন ঠিক হয়ে গেল বিধায়কেরা নাকি ইস্তফা দেবেন। অথচ সেটা বিধায়কেরাই জানলেন না! মোর্চা যা করছে, করুক।
বাহাদুর ছেত্রী দল ছাড়বেন
শুক্রবার,১৮/০৯/২০১৫
587