রানি রাসমণির পুজো


শুক্রবার,১৮/০৯/২০১৫
682

খবরইন্ডিয়াঅনলাইনঃ  বনেদি বাড়ির পুজো কলকাতায় খুঁজলে অনেক দেখতে পাওয়া যায়। আগে যেমন জাঁকজমক ভাবে হতো এখন সময়ের সাথে ঠিক আগের মতন দেখা যায় না, অবশ্য কয়েকটি ছাড়া। বাড়ির ছেলেমেয়েরা চাকরীর সূত্রে দেশে বিদেশে কর্মরত বা নানা রকম সড়েকী ব্যাপারের জন্য স্থিমিত হয়ে পরেছে। ১৭৯০ সালে জানবাজারে রানি রাসমণির শ্বশুর প্রীতি রাম দাস এই বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু করেন। শ্বশুর প্রয়াত হবার পর ছেলে মানে রানি রাসমণির স্বামী এই পুজোটি করতেন। তারপর ১৮৩৭ সালে রাসমণি নিজে পুজোটির দায়িত্ব নিলেন। ১৮৬৪ সালে ঠাকুর রামকৃঞ্চ নিজে এই পুজো করেছিলেন। পুজো শুরু হয় প্রতিপদ থেকে। রাসমণির বাড়ির দুর্গাপুজো আকর্ষণ হলো তাঁদের পুজোতে তিন দিন ধরেই কুমারী পুজো হয়। আগে বলির ব্যবস্থা ছিল, বর্তমানে আঁখ ও চালকুমড়ো দেওয়া হয়। পুজোটি দেখতে দেশে এমনকি বিদেশ থেকে মানুষ আসেন ঠাকুরের পদধূলি রয়েছে এই পুজটিতে। ছবিঃ ফাইল চিত্র। 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট