সত্যজিৎ চক্রবর্তীঃ আন্তজাতিক পুষ্টি দিবস পালন – ২০১৫। পরিচালনা করেছিলেন বাগবাজার সুসংহত সেবা প্রকল্প। সহযোগিতা করেছিলেন খাদ্য পুষ্টি পরিষদ( পূর্বাঞ্চল শাখা ) ভারত সরকার। এই উপলক্ষ্যে শোভাবাজার নাট মন্দিরে এক আলোচনার সভা হয় পুষ্টি বিষয় নিয়ে। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা মোহন কুমার গুপ্তা, ভারত সরকারের ভারপ্রাপ্ত আধিকারিক মিতালী পাল প্রমুখ। বিশিষ্ঠিরা বলেন, ঠিক মতন পুষ্টিযুক্ত খাবার না পেয়ে অনেকে অকালে মৃত্যু বরণ করে। যদিও তাঁরা স্বীকার করেন মাত্র এক সপ্তাহ পুষ্টি দিবস পালন করলে হবে না, সব সময় পুষ্টি জনিত খাদ্যের দিকে নজর রাখতে হবে। সভায় বহু বাবা-মা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন।
আন্তজাতিক পুষ্টি দিবস পালন হলো
বৃহস্পতিবার,১৭/০৯/২০১৫
910