গণেশ উবাচ
অমিয় আদক
এ বছরে পূজোতে মা, মর্তেতে যাচ্ছিনে,
সময়তো বড়ই কম, টাইমটা পাচ্ছিনে।
কার্তিকেতে পূজো মাগো, বড়ই কাজের ঠ্যালা,
সব কাজেতে মিলেমিশে, হচ্ছি ঝালাপালা।
বণিকদের সম্মেলন, হচ্ছে ঘনঘন,
ওখানে যেতেই হবে, মানেনা কথা কোনো।
কোন অনন্তকাল থেকে, যাচ্ছিতো মর্তেতে,
এবছর চাইছি না মা, ওই পূজোয় যেতে।
চারদিন বসে থাকা, একালে পোষায় না,
ভুঁড়ি আর শুঁড় নিয়ে, আমাকে মানায় না।
মানুষেরা সব বেইমান, সেই ধুতি পৈতে,
চারদিনেতে চারখানা, পারিনাতো বইতে।
নিজেরা সব পোশাক পরে, নামী দামী জমাটি,
আমার বেলাতে শুধু, পৈতে ও ধুতিটি।
এই অপমান বার বার, পারিনা সইতে,
চিরকাল কি পরে যাবো, ধুতি আর পৈতে?
কার্তিকেতে পূজো বলে, ইঁদুর নয় মা রাজী,
ও ব্যাটাও একালেতে, হয়েছেযে পাজি।
বলছে সেতো কার্তিকেতে, কাটা হবে ধান,
চারদিনেতে তার নাকি, হবেযে লোকসান।
এই বছর পূজোতে মা, মর্তেতে যাচ্ছিনে,
তা ছাড়াও দেখছিগো মা, শিডিউল পাচ্ছিনে।
যেখানেই যাইনা কেন, থাকছি ক্যামেরায়,
অনলাইনেই যেন আমার, পূজো সেরে নেয়।