সোয়াইন ফ্লু এবার মধ্যপ্রদেশে, মৃত ১


বৃহস্পতিবার,১৭/০৯/২০১৫
378

খবরইন্ডিয়াঅনলাইনঃ     ভুপালে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ বছর সোয়াইন ফ্লুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। ওই শিশুটি স্থানীয় হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে জানা গেছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, এ বছর ভুপালে আট জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে। তবে জানুয়ারি থেকে এ পর্যন্ত পুরো প্রদেশে ২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সোয়াইন ফ্লুতে আক্রান্ত একটি শিশুর মৃত্যু হয়েছে। এই ভাইরাসে এ বছর এটিই প্রথম মৃত্যুর ঘটনা। শিশুটির শরীরে এই ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ায় তাকে হামিদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

জাবলপুর ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ  পরীক্ষাগারে শিশুটির রক্ত পরীক্ষা করেও নিশ্চিত হওয়া গেছে যে শিশুটির শরীরে সোয়াইন ফ্লুর ভাইরাস ছিল। সোমবার জেপি হাসপাতালে সোয়াইন ফ্লুর জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে যেন এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। অন্যদিকে শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপও বেড়ে গেছে। মঙ্গলবার পরীক্ষার জন্য বহু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে ৪২ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ প্রতিকী 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট