পূর্ণেন্দু চক্রবর্তীঃ দীর্ঘদিনের দাবি না বলে অনুরোধ বললে ভালো হয়। বেঙ্গল অলিম্পিক সংস্থার অনুমোদিত সংস্থাগুলোর সভাপতি অজিত ব্যানজির কাছে অনুরোধ করে আর্থিক অনটনের সময় পাশে দাঁড়াতে। সহানুভূতির সঙ্গে সেই অনুরোধ গ্রহণ করে পথ খুঁজছিলেন সভাপতি অজিতবাবু। কী ভাবে সমস্যা সমাধান করা যায়। রাজ্য সরকারের ক্রীড়া দফতরের সঙ্গে যোগাযোগ করেন। শেষ পর্যন্ত সমস্যা সমাধান। অনুমোদিত সংস্থাগুলোকে তিনটি ভাগে করে অর্থ অনুদানের ব্যবস্থা করেছেন সভাপতি। এলিট গ্রুপের ২৮ টি সংস্থা ৬০ হাজার করে অনুদান দেওয়া হবে। বি.ও. এ-র এই উদ্যোগকে অভিনন্দন। সৌজন্যেঃ দৈনিক স্টেটসম্যান।
বি.ও.এ -র’ অনুদান
বুধবার,১৬/০৯/২০১৫
633