জলকাদায় ভারত নাট্যম
সূরজ দাশ
বুকের হাওয়ায় ছড়িয়ে দিলাম রোদ
সে দুভাগ হলো, পাখির জালে ধরা দিল সে
একটা ফাঁস থেকে আর একটা ফাঁসে
নিজেকে জড়ালো, শিকড়ে বাকড় রেখে ভাঙলো অভিমান
গাছের আড়ালে থাকা নদী খুব ইম্প্রেসড
চেনা রাস্তা, নিষিদ্ধ গেরস্থালি, আর কিছু আর্তনাদ নিয়ে
আমার উঠোন আজ জলকাদায় ভারত নাট্যম