বিকাশ সাহাঃ সমস্ত বাঁধা বিপত্তিকে দূরে সরিয়ে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম বর্ষের পাঠক্রমের পঠনপাঠন শুরু হল দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠ ও রায়গঞ্জ কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ে। এদিন সোমবার সকালে প্রথম বর্ষের পাঠক্রমের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনিল ভুঁইমালী। এদিন প্রথমে রায়গঞ্জ কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ে স্নাতকস্তরের কলা বিভাগের পঠন পাঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠে স্নাতকস্তরের বানিজ্য ও বিজ্ঞান বিভাগের পঠন পাঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পঠন পাঠনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কন্ট্রোলার বিদ্যুৎ কুমার সাঁতরা, রেজিস্টার অজয় ঘোষ, রায়গঞ্জ কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতীক চক্রবর্তী, দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ডক্টর উৎপল দত্ত সহ প্রমুখ।
এই দুই বিদ্যালয়ে প্রতিদিন সকাল ৭ টা ১৫ মিনিট থেকে ১০ টা ১৫ মিনিট পর্যন্ত স্নাতকস্তরের(পাশ) বিভাগের বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন চলবে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনিল ভুঁইমালী।
আনুষ্ঠানিক ভাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রথম বর্ষের পাঠক্রমের পঠনপাঠন শুরু হল
মঙ্গলবার,১৫/০৯/২০১৫
757