অস্ট্রেলিয়া , দল ঘোষণা করলো বাংলাদেশে খেলার জন্য


সোমবার,১৪/০৯/২০১৫
611

খবরইন্ডিয়াঅনলাইনঃ    বাংলাদেশে অনুষ্ঠিত দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। স্টিভেন স্মিথকে অধিনায়ক ও এ্যাডাম ভোজেসকে সহ-অধিনায়ক করে সোমবার এ দল ঘোঘণা করা হয়।

দলে রয়েছে দুটি নতুন মুখ। বাংলাদেশের বিপক্ষে একই সঙ্গে অভিষেক ঘটতে যাচ্ছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এ্যান্ড্রু ফিকেট (৩০) ও ক্যামেরন ব্যানক্রফটের (২২)।

মাইকেল ক্লার্কের অবসরের পর এই সফরের মাধ্যমে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে স্মিথ অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। এ ছাড়া প্রথমবারের মতো সহ-অধিনায়ক হিসেবে সফর উপভোগ করবেন ৩৫ বছর বয়সী ভোজেস।

বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মিশেল জনসন ও জোশ হ্যাজেলউডকে। তাদের পরিবর্তে পেস এ্যাটাকে নেতৃত্ব দেবেন মিশেল স্টার্ক, পিটার সিডল ও প্যাট কমিন্স।

এ ছাড়া টেস্ট দলে ফের ডাক পেয়েছেন জো বার্নস, উসমান খাজা, গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভ ও’কিফে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট