বিকাশ সাহাঃ গোপন সুত্রের ভিত্তিতে এল পি জি গ্যাস সিলিন্ডারের মেটাল ভালভ সহ এক টোটো চালককে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। মেটাল ভালভ গুলির ওজন আনুমানিক দের কুইন্টাল। রায়গঞ্জ শহরের এফ সি আই মোড় এলাকা দিয়ে কয়েকটি ভর্তি বস্তা নিয়ে একটি টোটো যাওয়ার সময় টোটোটিকে আটক করে পুলিশ। বস্তাগুলি খুললে দেখা যায় তার মধ্যে এল পি জি গ্যাস সিলিন্ডারের মেটাল ভালভ রয়েছে। এরপরেই টোটো চালককে গ্রেপ্তার করার পাশাপাশি বস্তা সহ টোটোটিকে নিজেদের হেপাজতে নেয় পুলিশ। যদিও তদন্তের স্বার্থে পুলিশ, টোটো চালকের নাম প্রকাশ করতে চাইনি।
টোটো চালকের দাবী, বস্তার মধ্যে কি রয়েছে তা জানা ছিল না। আর বস্তাগুলি খুলেও দেখিনি আমি। আমার টোটোতে বস্তা তুলে দিয়ে রায়গঞ্জের সুভাষগঞ্জ ব্রিজের কাছে আমার সঙ্গে দেখা করার কথা বলেছিল বস্তার মালিক।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, এল পি জি গ্যাস সিলিন্ডারের মেটাল ভালভ গুলি খুলে নিয়ে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এলপিজি গ্যাস সিলিন্ডারের মেটাল ভালভ সহ টোটো চালক গ্রেপ্তার রায়গঞ্জে
রবিবার,১৩/০৯/২০১৫
685