রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে থইথই জল


রবিবার,১৩/০৯/২০১৫
821

বিকাশ সাহাঃ    উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গের সামনে থইথই জল। ভুরুক্ষেপ নেই প্রশাসনের। ময়নাতদন্তের জন্য রিক্সা নিয়ে মর্গে ঢুকতে হচ্ছে দাক্তারবাবুদের। মর্গ অ্যাসিস্ট্যান্ট পীযুষ সমাজদার বারবার এই জল পেরিয়ে মর্গে গিয়ে চামড়ায় ইনফেক্সান হওয়ার আতঙ্কে ভুগছেন। হাসপাতালের পয়ঃপ্রণালীর নোংরা জল এসে জমা হচ্ছে মর্গের সামনে। ফলে প্রবল দুর্গন্ধে ও ময়নাতদন্তে দেরী হওয়ায় নাজেহাল হচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৃতের আত্মীয় পরিজনরা।
রায়গঞ্জ জেলা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তুষার রঞ্জন দাস হাসপাতাল সুপারকে বিস্তারিত জানানোর পাশাপাশি দ্রুত মর্গের চৌহদ্দি থেকে দুষিত জল নিষ্কাশনের আশ্বাস দিয়েছেন।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট