দেশে বসে বিপরীত কথা বলছেন গিলানি


রবিবার,১৩/০৯/২০১৫
354

 খবরইন্ডিয়াঅনলাইনঃ    দক্ষিণ এশিয়া থাকবে একদিকে, আর ভারত হবে একা। এমনটাই চাইছেন বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। এব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পরামর্শও দিলেন তিনি।

পাক প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন হুরিয়ত নেতা গিলানি। সূত্রের খবর, সেই চিঠিতে গিলানির আর্জি, পাকিস্তান যেন ভারত বাদে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে। তাঁর মতে এটাই ভারতকে একপেশে করে দেওয়ার একমাত্র উপায়। আর তাতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর প্রভাব খাটাতে পারবে না ভারত। এমনই কূটনৈতিক চাল দেওয়ার পরামর্শ দিয়েছেন শরিফকে। সবথেকে গুরুত্ব দিয়ে আফগানিস্তান ও ইরানের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথাও জানিয়েছেন গিলানি।

পাশাপাশি, আমেরিকার নীতি সম্পর্কেও সচেতন হতে বলেছেন শরিফকে। সূত্রের খবর, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাক রাষ্ট্রদূত আব্দুল বসিতের সঙ্গে দেখা করেছিলেন তিন হুরিয়ত নেতা। দুই দেশের এনএসএ মিট বাতিল হয়ে যাওয়ার পর এই বৈঠক হয়। সেখানে আব্দুল বসিতের হাত দিয়ে শরিফকে একটি গোপন চিঠি দেওয়া হয় বলেও জানিয়েছিলেন গিলানি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট