খবরইন্ডিয়াঅনলাইনঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্তর অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ধুন্দুমার নিউ টাউন। গতকাল সন্ধেয় প্রমোদগড়ে পুরভোটের প্রচারে বেরোন বিধাননগর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চামেলি নস্কর। তাঁর সঙ্গী হন স্থানীয় তৃণমূল নেত্রী কমলা বারুই। তিনি সাংসদ কাকলি ঘোষদস্তিদারের অনুগামী বলে পরিচিত। অভিযোগ, আচমকাই কমলার ওপর দলবল নিয়ে চড়াও হন বিধায়ক সব্যসাচী দত্তর অনুগামী তৃণমূল নেতা কৃষ্ণ মজুমদার।তৃণমূল প্রার্থীর সামনেই কমলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কমলা আগে কাকলি ঘোষদস্তিদারের অনুগামী থাকলেও পুর ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তিনি সব্যসাচী দত্তর অনুগামী হয়ে ওঠেন। গোষ্ঠীবদল করে কমলা পুর প্রার্থীর সঙ্গে ভোট প্রচারে বেরনোয় সব্যসাচী অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
নিউ টাউন গোষ্ঠীদ্বন্দ্বের ঝড়
রবিবার,১৩/০৯/২০১৫
631