‘শারদ সম্মান – ২০১৫’ – খবরইন্ডিয়াঅনলাইন পত্রিকার বিচারকমন্ডলীরা হলেনঃ- মাননীয় অমরেশ সিংহ ( সমাজসেবী ), তাপস মণ্ডল ( মানবাধিকার কর্মী ), শ্যাম সুন্দর ঘোষ ( নাট্যকার ), সুকান্ত ঘোষ ( সাংবাদিক ), আনুকাঁজি ( সমাজকর্মী ), মোল্লা জসিমউদ্দিন ( কবি ), অভিজিৎ ঘোষ ( সাংবাদিক )। আমরা প্রথমে বর্ধমান জেলার মঙ্গলকোট কে এই বছর ‘শারদ সম্মান – ২০১৫’ পুরস্কারে ভূষিত করতে চলেছি, আগামী বছর আমরা আরও জেলাকে দিতে পারবো যদি আপনারা পাশে থাকেন। – সম্পাদক।
‘ শারদ সম্মান – ২০১৫’
শনিবার,১২/০৯/২০১৫
624