মেসি বাবা হলেন দ্বিতীয় সন্তানের


শনিবার,১২/০৯/২০১৫
613

খবরইন্ডিয়াঅনলাইনঃ     বাবা হলেন লিওনেল মেসি। শুক্রবার তার ঘরে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। নাম রাখা হয়েছে বেঞ্জামিন মেসি। মজার ব্যাপার হলো, মেসির জাতীয় দলের সতীর্থ সার্জিও অ্যাগুয়েরোর ছেলের নাম বেঞ্জামিন অ্যাগুয়েরো! আবার বার্সা সতীর্থ লুইস সুয়ারেজের ছেলের নামও বেঞ্জামিন সুয়ারেজ! দ্বিতীয় সন্তানের নাম রাখার ক্ষেত্রে সতীর্থের পথেই হাটলেন বার্সা সুপারস্টার।

মেসির প্রথম সন্তানের নাম থিয়াগো মেসি। তার জন্ম হয় ২০১২ সালের ২ নভেম্বর। এবার আন্তোনিলা রোকুজ্জো মেসিকে দ্বিতীয় সন্তান উপহার দিলেন। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্সেলোনার অফিশিয়াল বার্সা স্টাফ মেসি দম্পতির এই সুসংবাদ ভক্তদের জানিয়েছে।

এ কারণেই শুক্রবার বার্সেলোনার অনুশীলনে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি। অথচ শনিবার লা লিগায় শক্তিশালী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে সংবাদ সম্মেলনে বার্সা কোচ লুইন এনরিক জানিয়েছেন, ‘ট্রেনিংয়ে অনুপস্থিত থাকলেও অ্যাটলেটিকোর বিরুদ্ধে কাল  মাঠে নামবেন মেসি’।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট