বিকাশ সাহাঃ আগামী ১১ সেপ্টেম্বর ও ১২ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলায় চারটি কর্মী সভায় যোগ দেবেন জেলার দায়িত্বে থাকা সাংসদ শুভেন্দু অধিকারী। ১১ তারিখ সকাল ১০ টায় হেমতাবাদ বিধানসভা নিয়ে রায়গঞ্জ ব্লকের অন্তর্গত মহারাজা হাটে ও দুপুর ২ টায় কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার রানিং বুলেট ময়দানে কর্মী সভা করবেন তিনি। ১২ তারিখ সকাল ১০ টায় চাকুলিয়া ফুটবল ময়দানে ও ২ টায় করণদিঘীর সাবধান উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সভায় যোগ দেবেন শুভেন্দু বাবু। সাংসদ শুভেন্দু অধিকারীর কর্মী সভাকে ঘিরে জেলায় জোর কদমে মঞ্চ তৈরির কাজ চলছে।
এদিকে শুভেন্দু আধিকারীর হাত ধরে কালিয়াগঞ্জ পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলার তৃনমূল যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জল্পনা চলছে। দীপা দাসমুন্সির খাসতালুক কালিয়াগঞ্জে তৃনমূল কংগ্রেস পৌরসভা নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি। ২০১৫ সালের কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে পঞ্চমবারের জন্য ক্ষমতা দখলে রেখেছে কংগ্রেস। ২০১৫ সালের কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৭ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১৫ টি আসন। বিজেপি ১ টি ও সিপিআইএম ১ আসনে জয়লাভ করেছে। ২০০৯ সালের কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ আসনে তৃনমূল কংগ্রেস জয়লাভ করলেও ২০১৫ সালের নির্বাচনে খালি হাতে ফিরতে হয়েছে তৃনমূল কংগ্রেসকে। আগামীকাল ১১ সেপ্টেম্বর কালিয়াগঞ্জে শুভেন্দু অধিকারীর হাত ধরে ক’জন কাউন্সিলার তৃনমূল কংগ্রেসে যোগ দেয় সেদিকে তাকিয়ে রয়েছে জেলার মানুষ।
শুভেন্দু অধিকারীর কর্মী সভাকে ঘিরে উত্তর দিনাজপুর জেলায় জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ
বৃহস্পতিবার,১০/০৯/২০১৫
664