সত্যজিৎ চক্রবর্তীঃ শিক্ষক দিবস উপলক্ষ্যে ইন্দিরা প্রেক্ষাগৃহে Love In Facebook প্রিমিয়ার শো হয়ে গেল। এই ছবিটি পরিচালনা করেছেন পরিচালক প্রতীক বিশ্বাস। তিনি জানালেন, সিনেমার প্রেক্ষাপটে বর্তমানে ফেসবুকের মাধ্যমে নানা রকম ঘটনা ঘটছে সমাজে, সেই বিষয় নিয়ে এই ছবি। এতে ভালো ও খারাপ দুটো দিক দেখানো হয়েছে। ছবিতে নায়ক অনি ও নায়িকা লগ্নি ভালো কাজ করেছে। এছাড়া সয়ন্তনী এবং শুরশ্রী আছেন। গান গেয়েছেন প্রনয়। ডিওপি আর.জে. প্রসাদ। গানে আছেন কুমার শানু, জজ বেকার, সান্তনা বসু, দেবরাজ রায়, ভোলা তামাং। প্রডিউসার বিশ্বাস ফিল্ম্।
Love In Facebook -এর প্রিমিয়ার হল
মঙ্গলবার,০৮/০৯/২০১৫
758