খবরইন্ডিয়াঅনলাইনঃ গরীব মানুষের সঞ্চিত ধন গচ্ছিত ও সুরক্ষিত রাখার জন্য গ্রামীণ এলাকার ব্যাঙ্কেও লকারের ব্যবস্থা চালু করলো রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এদিন সোমবার সকাল ১১ টায় রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের কুনোর শাখায় লকার উদ্বোধন করেন প্রাক্তন শাখা অধ্যক্ষ তপনেন্দু চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান বৈকুণ্ঠ বৈশ্য, কুনোর শাখার ম্যানেজার সিদ্ধার্থ শেখর পাট্টাদার, বিশিষ্ট সমবায়ী মনোজ রায় সহ প্রমুখ।
রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের কুনোর শাখায় লকার উদ্বোধন
সোমবার,০৭/০৯/২০১৫
626