প্রধানমন্ত্রী মোদী জানালেন, কৃষ্ণ ও গৌতম হলেন আসল শিক্ষক


শনিবার,০৫/০৯/২০১৫
594

খবরইন্ডিয়াঅনলাইনঃ  গয়ায় গিয়ে বৌদ্ধ ধর্মের পাঠ্য পড়ালেন নরেন্দ্র মোদী। বুদ্ধ গয়াকে বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের রাজধানী হিসাবে গড়ে তোলার ডাক দিলেন প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ীর পর প্রধানমন্ত্রী হিসাবে বুদ্ধগয়া পরিদর্শনে গেলেন নরেন্দ্র ভাই দামোদরদাস মোদী।

প্রথমে মহাবোধি মন্দির এবং গৌতম বুদ্ধের সাধন ক্ষেত্র ঘুরে দেখেন তিনি। ‘চেতিয়া চরক’ নামের একটি প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ‘সংবাদ’ নামে হিন্দু বুদ্ধিস্টদের একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানে আগত প্রতিনিধিদের সঙ্গেও এদিন দেখা হয় প্রধানমন্ত্রীর।

এর পর বলতে উঠে মোদী বললেন, “আজ একসঙ্গে দুটি অনুষ্ঠান। একদিকে জন্মাষ্টমী আবার শিক্ষক দিবস। সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন। কৃষ্ণ এবং গৌতম বুদ্ধও প্রজন্মের শিক্ষক।” এর পরেই নিজের বক্তব্যে ইতিহাসে বুদ্ধগয়ার গুরুত্ব বোঝালেন মোদী। একইসঙ্গে মিলিয়ে দিলেন হিন্দু ও বৌদ্ধ ধর্ম। বললেন, “বৌদ্ধ ধর্ম ও হিন্দু ধর্মের মিল হয়েছিল আজ থেকে বহু শতাব্দী আগে।” এর পরেই গৌতম বুদ্ধকে সমতার প্রতীক হিসাবে আখ্যা দিলেন মোদী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট